প্রকাশিত: Sat, Jul 22, 2023 10:12 AM
আপডেট: Tue, May 13, 2025 3:16 AM

[১]কোথায় গেল বেটি বাঁচাও সেøাগান, দেশের বেটিরা এখন জ্বলছে: বিজেপিকে মমতা বন্দোপাধ্যায়ের প্রশ্ন

চঞ্চল পাল, কলকাতা: [২] মহিলাদের ইজ্জত নিলে আগামী দিনে মহিলারাই আপানাদের ভারত থেকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, ২১শে জুলাই শহীদ স্মরণ সভার শুরুতেই মণিপুর ইস্যুতে নাম না করে বিজেপিকে এই ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। মণিপুরে নির্যাতিতাদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এরা মহিলাদের ইজ্জত লুট করছে। মনে রাখবেন মায়েরাই আমাদের দুর্গা, কালী, সীতা সাবিত্রী, বিলকিস, জাহানারা।

[৩] ধর্মতলা চত্বরে দুপুর দেড়টা নাগাদ সভামঞ্চে বক্তৃতা করতে উঠলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই মণিপুরকাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রী বিলেন, ২৪ সালের আগে একটা জোট তৈরি করতে পেরে আমি খুশি। সব লড়াই সেই জোটের ব্যানারে হবে। আমাদের কোনও চেয়ার চাই না। আমরা চাই দেশ থেকে বিজেপি বিদায় নিক। 

[৪] ১০০ দিনের কাজ নিয়ে বারবারই সরব হয়েছেন মমতাসহ তৃণমূল নেতৃত্ব। মঞ্চ থেকে মমতা জানালেন, এবার বাংলার সরকারের টাকাতেই যাতে ১০০ দিনের কাজ হয়, সেই পরিকল্পনা করা হচ্ছে। মমতা সেই স্কিমের নাম দিতে চান, ‘খেলা হবে।’ যতদিন পর্যন্ত কেন্দ্র টাকা না দেবে, ততদিন পর্যন্ত জব কার্ড হোল্ডারদের সেই কাজ দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।

[৫] মমতা বলেন, ভোটের দিন ১৫ জনের মৃত্যু হয়েছে। ভোটের আগে থেকে আজ পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৮ জন তৃণমূলের কর্মী। তৃণমূল কি তৃণমূলকে খুন করবে? নিহত ও আহতদের পরিবারকে সহায়তার ঘোষণা দেন তৃণমূল প্রধান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব